Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার মৃত্যুতে ডিসিসিআই’র শোক

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১২:৪৮

ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টা ০৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি তাসকীন আহমেদ এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বেগম খালেদা জিয়া ছিলেন দেশের অন্যতম প্রবীণ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। পাশাপাশি মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। একই সঙ্গে সাধারণ মানুষের আর্থ-সামাজিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন, যা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

পরম করুণাময়ের নিকট তার রুহের মাগফিরাত কামনা এবং জান্নাতের মর্যাদাপূর্ণ স্থানে তাকে আসীন করার প্রার্থনা জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

সারাবাংলা/এসএ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর