Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসেম্বরে ২৭ দিনে প্রবাসী আয় ৩৩ হাজার কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১১:০২ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১২:৫৬

ঢাকা: চলতি ডিসেম্বরে প্রথম ২৭ দিনে দেশে ২৭৫ কোটি ১৯ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকার বেশি। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ১০ কোটি ১৯ লাখ ডলার।

রোববার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি ডিসেম্বরের প্রথম ২৭ দিনে দেশে ২৭৫ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৩৫ লাখ ডলার। পাশাপাশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৯ কোটি ডলার।

বিজ্ঞাপন

এছাড়াও ডিসেম্বরের প্রথম ২৭ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৯৯ কোটি ২২ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। আর এই সময়ে বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছে ৫৯ লাখ ডলার।

এর আগে বিদায়ী নভেম্বরে দেশে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৬৩ লাখ ডলার রেমিট্যান্স।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর