ঢাকা: টানা তিন দিন বন্ধ থাকার পর দেশের উভয় পুঁজিবাজারে আবারও লেনদেন শুরু হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের নিয়মে লেনদেন কার্যক্রম চালু হয়।
এর আগে বৃহস্পতিবার থেকে শনিবার (২৫–২৭ ডিসেম্বর) পর্যন্ত দেশের পুঁজিবাজারে কোনো লেনদেন হয়নি। বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় সেদিন পুঁজিবাজার বন্ধ ছিল। পরবর্তী দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে লেনদেন স্থগিত থাকে।
ছুটি শেষে রোববার সকালে বাজার খোলার মাধ্যমে আবারও নিয়মিত লেনদেন শুরু হয়েছে।