Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে একদিন পরেই সূচক কমলো

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৮:১২ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৯:০২

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: দেশের পুঁজিবাজারে টানা পতনের মধ্যে সোমবার (২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থান দেখা গিয়েছিল। তবে সেই উত্থান স্থায়ী হয়নি। মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থাৎ একদিন পরই, আবারও সূচক পড়েছে। যদিও লেনদেনের পরিমাণ বেড়েছে ২১ শতাংশ।

দিনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও শেষ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৮৯ পয়েন্টে। আগের কার্যদিবসে সূচক বেড়েছিল ৬৭ পয়েন্ট।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে পাঁচ ব্যাংকের একীভূতকরণ ও নয়টি লিজিং কোম্পানির অবসায়নের খবরে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। এসব প্রতিষ্ঠানে সাধারণ বিনিয়োগকারীদের কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ থাকলেও, অবসায়নের ফলে তারা ক্ষতির মুখে পড়বেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ভয়াবহ আর্থিক কেলেঙ্কারির কারণে সম্পদে ঋণাত্মক অবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার ডিএসইতে ৪৭৮ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৩৯৪ কোটি ৬৫ লাখ টাকার তুলনায় ৮৩ কোটি ৩৬ লাখ টাকা বা প্রায় ২১ শতাংশ বেশি।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে— ৮০টির (২০.৩৬%) দর বেড়েছে, ২৪১টির (৬১.৩২%) দর কমেছে এবং ৭২টির (১৮.৩২%) দর অপরিবর্তিত ছিল।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার ১২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এদিন সিএসইতে ২০৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ৯৪টির, আর অপরিবর্তিত ছিল ২৪টির।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩১৩ পয়েন্টে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৫৬ লাখ টাকার, আর সূচক বেড়েছিল ৯ পয়েন্ট।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর