Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিপ্রবির প্রক্টর ও সহকারী প্রক্টরের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৪ ২৩:৪০

রাঙ্গামাটি: দেশের উদ্ভূত পরিস্থিতিতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। এরই জেরে শনিবার (১৭ আগস্ট) রাবিপ্রবির প্রক্টর নিখিল চাকমা ও সহকারী প্রক্টর জি এম সাখাওয়াত হোসেন দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ‘কড়া ভাষায়’ বার্তা দিয়ে রোববার (১৮ আগস্ট) জরুরি বৈঠক ডেকেছে শিক্ষক সমিতি।

বিজ্ঞাপন

শনিবার রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও দায়িত্ব থেকে পদত্যাগ করা প্রক্টর নিখিল চাকমা। তিনি বলেন, ‘আমি ও সহকারী প্রক্টর দায়িত্ব থেকে পদত্যাগ করেছি। চলমান উদ্ভূত পরিস্থিতিতে আমাদের পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব না।’

রাবিপ্রবির রেজিস্ট্রার বরাবর লিখিত পদত্যাগপত্রে সহকারী প্রক্টর জি এম সাখাওয়াত হোসেন উল্লেখ করেছেন, ‘বর্তমানে অত্র বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে আমার পক্ষে সহকারী প্রক্টর পদে দায়িত্ব পালণ করা সম্ভবপর হচ্ছে না। এমতাবস্থায় আমি অত্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করছি।’

এর আগে, বৃহস্পতিবার (১৫ আগস্ট) দায়িত্ব থেকে পদত্যাগ করেন রাবিপ্রবির ছাত্রী হলের সহকারী প্রভোস্ট গৌরব চাকমা। তিনি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতিও।

এদিকে, রোববার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জরুরি সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সাধারণ সভার আহ্বানে চিঠিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে ওই সভায় থাকার নির্দেশনা প্রদান করা হলো। কোনো শিক্ষক ওই সভায় অনুপস্থিত থাকলে তাকে প্রয়োজনে মুঠোফোনে যোগাযোগ করা হবে। যদি কোনোভাবে যোগাযোগ স্থাপন করা সম্ভব না হয়; তাহলে তিনি সভার সব সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করছেন বলে গণ্য করা হবে।’

বিজ্ঞাপন

নাম প্রকাশ্যে অনিচ্ছুক রাবিপ্রবির এক শিক্ষক জানান, চলমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের মতবিরোধ দেখা দিয়েছে। শিক্ষক সমিতি বর্তমান প্রেক্ষাপটে করণীয়বিষয়ক আলোচনা এবং শিক্ষকদের সুস্পষ্ট অবস্থান নির্ধারণে জরুরি সভা ডেকেছে। সভা থেকে পরবর্তী সিদ্ধান্ত আসবে।

তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সেলিনা আখতারের মতামত জানা সম্ভব হয়নি।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর