Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির ডিন নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ জয়


২৯ এপ্রিল ২০১৯ ১৫:৩০ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ১৫:৩৪

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডিন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। নির্বাচনে ১০টি অনুষদের ৯টিতে তারা বিজয়ী হয়েছেন। আর একটিতে জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থক সাদা প‌্যানেল।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিভিন্ন অনুষদের ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়। ১০টি পদের বিপরীতে এদিন আটটি অনুষদে নির্বাচন হয়। বাকি দুটো অনুষদে সাদা দলের কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় নীল দলের প্যানেলের প্রার্থীরা জয়ী হন। সর্বমোট ১০টির ৯টি তে নীল দলের শিক্ষকরা বিজয়ী হয়েছেন।

বিজ্ঞাপন

একাধিক দায়িত্বশীল শিক্ষক সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

নীল দলের বিজয়ীরা হলেন— কলা অনুষদে ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদে ড. তোফায়েল আহমদ চৌধুরী, বিজনেস স্টাডিজ অনুষদে অধ্যাপক ড. শিবলী রুবায়তুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. সাদেকা হালিম, জীববিজ্ঞানে ড. মো. ইমদাদুল হক, ফার্মেসিতে ড. এস এম আব্দুর রহমান, চারুকলা অনুষদে অধ্যাপক নিসার হোসেন, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে ড. এ এস এম মাকসুদ কামাল ও আইন অনুষদে অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ। অধ্যাপক মাকসুদ কামাল ও রহমত উল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের চারবারের ডিন। চলতি বছরসহ তিনি তিনবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নীল দলের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন হিসেবে বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের প্যানেলে ড. মো. হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন। এছাড়া ফার্মেসি অনুষদে সাদা দলের প্রার্থী ড. মো. সাইফুল ইসলাম, নীল দলের প্রার্থী ড. এস এম আব্দুর রহমানের কাছে এক ভোটে হেরে যান।

বিজ্ঞাপন

ডিন নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার বিষয়ে আর্থ অ্যান্ড এনভাইরনমেন্টাল সায়েন্সেস অনুষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ডিন অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল সারাবাংলাকে বলেন, ‘প্রতিষ্ঠার শতবর্ষকে সামনে রেখে শিক্ষার মান আরও বৃদ্ধি, শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে এরইমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়নের পথে রয়েছে। আমরা অতীতে শিক্ষকদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। এ সব কারণে শিক্ষকরা আমাদের সমর্থন দিয়েছে।’

সারাবাংলা/একে

ডিন নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি নীল দল সাদা দল

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

আরো

সম্পর্কিত খবর