Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৬ দিনের ছুটিতে ববি ভিসি, ট্রেজারারকে অতিরিক্ত দায়িত্ব


২৯ এপ্রিল ২০১৯ ১৪:৫৮ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ১৫:৪৩

মন্ত্রণালয়ের আদেশে ছুটিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ইমামুল হক

ঢাকা: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. ইমামুল হকের জন্য ৪৬ দিনের ছুটি মঞ্জুর করেছে শিক্ষা মন্ত্রণালয়। যা গত ১১ এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে। এ ছুটির মাধ্যমে ভিসি পদে বর্তমান নিয়োগের পূর্ণকাল শেষ করবেন অধ্যাপক ইমামুল।

২৯ এপ্রিল (সোমবার) মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, ব্যক্তিগত ও প্রশাসনিক প্রয়োজনে উপাচার্য অধ্যাপক ড. ইমামুল হকের জন্য গত ১১ এপ্রিল থেকে আগামী ২৬ মে পর্যন্ত ৪৬ দিনের ছুটি মঞ্জুর করা হলো।

বিজ্ঞাপন

আদেশে আরও বলা হয়, উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসান অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান এই আদেশ জারি করেন।

ববি
উল্লেখ্য, গত ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের একটি কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ করা না করা বিষয়ক জটিলতার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন চলছে। সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ক্লাশ বর্জনসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা রয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১০ এপ্রিল মন্ত্রণালয়ে অফিসিয়াল ছুটির দরখাস্ত পাঠান ভিসি এসএম ইমামুল হক। বিশ্ববিদ্যালয়ে তার বর্তমান নিয়োগের মেয়াদ আগামী ২৭ মে শেষ হওয়ার কথা রয়েছে। সে হিসাবে পদে নিয়োগের বাকি সময়টুকু ছুটিতেই থাকছেন উপাচার্য। মেয়াদ বাড়ানো হলেই তিনি কেবল বিশ্ববিদ্যালয়ে ফিরবেন। আর তা না হলে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে আর ফিরছেন না উপাচার্য এস এম ইমামুল হক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএম

অধ্যাপক এস এম ইমামুল হক আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসি ইমামুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর