Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

 নির্মাতা হতে ‘পাঠশালা’


২৬ জুলাই ২০১৮ ১২:২৫ | আপডেট: ২৮ জুলাই ২০১৮ ১৭:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

দুনিয়াটা কেমন নাট্য দৃশ্যের মঞ্চ হয়ে গেছে। সব কিছু দৃশ্যমান হতে হবে, নাহলে ঠিক গল্পটা পরিষ্কার হয় না। সেই যে সঞ্জীব চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণ কাহিনী পালামৌ লিখেছিলেন সেটা কি এখন না দেখে কেউ বিশ্বাস করবে? সময় নিয়ে পড়বে? জানার চেষ্টা করবে? আমাদের এখন কত কত ট্রাভল ভিডিও, কত আঙ্গিকে বলার গল্প। অথবা এইচ জি ওয়ালেসের টাইম মেশিন? আচ্ছা, আমরা কি জানি বিবিসি, সিএনএন, আল জাজিরার মতো গণমাধ্যমগুলোও সাধারণ পাঠ উপযোগী খবরের সঙ্গে একটি ছোট ভিডিও জুড়ে দেয়। যেখানে ছোট আকারের চলচ্চিত্র দিয়ে বলে দেওয়া হচ্ছে পুরো খবর!

বিজ্ঞাপন

সারাবিশ্বে ভিডিওগ্রাফি বা ভিডিও মাধ্যমে গল্প বলার চাহিদা বাড়ছে। দেশে একের পর এক চ্যানেল খোলা হচ্ছে। খবরের জন্য ভিডিওগ্রাফার লাগছে, নাটক তৈরির জন্য, অনুষ্ঠান নির্মানের জন্য এই মধ্যমে কাজের চাহিদা তৈরি হচ্ছে। এত সব কঠিন কথা বাদ, ওই যে নাজ ছেলেটা, প্রতিদিন যে ফেসবুকে এক মিনিটের একটা ভিডিও করে প্রচুর অর্থ উপার্জন করছে আর সারাবিশ্ব ঘুরে বেড়াচ্ছে, তার আয়ের মাধ্যমও কিন্তু ওই ভিডিও মাধ্যমে গল্প বলাই। এদিকে ইউটিউবে লিলি সিং বলে এক মেয়ে শুধু বন্ধুদের আড্ডায় বলা রসিকতাগুলো ভিডিও ছেড়ে এত জনপ্রিয় হয়েছে যে, ম্যাশবক্স নামে ভীষণ নামী এক কসমেটিক্স কোম্পানি লিলি সিং এর নামে একটা লিপস্টিক বাজারে ছেড়েছে। লিপস্টিকটার নাম বাওজ (bawse)। এখন এই বাওজ অর্থ কী? বাওজ অর্থ সেইসব মানুষ যারা শুধু কোনোক্রমে জীবনযাপন করে না। যারা জীবনের কঠিন চড়াই-উৎরাই পার হয়ে সর্বোচ্চ শৃঙ্গে বিজয় পতাকা তুলেছে।

এখন কথা হচ্ছে কোন ডিকশনারীতে এই শব্দ আছে? এটা কি আদৌ কোনো শব্দ? এই শব্দটা আসলে তৈরি করেছেন সেই ইউটিউবার লিলি সিং। আর আরবান ডিকশনারি সেই শব্দ গ্রহণও করেছে।

তাহলে বলা যায়, আজ যারা ভিডিও মাধ্যমে গল্প বলতে পারে তাদের কাজের সুযোগ খুব ভালো। শুধু প্রচলিত চাকরি না। জীবনেও কিছু করার সুযোগ তাদেরই বেশি।

আগের দিনে ভিডিও মাধ্যমে গল্প বলার পদ্ধতিগুলো শেখা বেশ কষ্টকর ছিল। কোন প্রতিষ্ঠান ছিল না। কেউ এই মাধ্যমে কাজ করলে তার সঙ্গে সঙ্গে থাকতে হতো। দিনের পর দিন বসে বসে কাজ শিখতে হতো। ওদিকে ভিডিও করার যন্ত্রপাতিও ছিল খুব দামি। সাধারন মানুষের পক্ষে সেটা কেনা সম্ভব হতো না। কোন প্রতিষ্ঠানের কাছে থাকলে তবেই কাজ করা যেত।

এখন এই যন্ত্রপাতিগুলো সহজলভ্য। আর দেশেই এসব শেখার প্রতিষ্ঠান আছে। যেমন পাঠশালা। দেশিয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি অনেকদিন ধরেই ফটোগ্রাফি আর ফিল্ম নির্মাণ শেখার কোর্স করাচ্ছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউট। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাঠলাশার ডিপার্টমেন্ট অব ফিল্ম এন্ড টেলিভিশনের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে ১৮ মাসব্যাপী টেলিভিশন ও ফিল্ম বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। যার সনদপত্র দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগ্রহিরা ৩১ আগস্টের মধ্যে (পাঠশালা, বাড়ি ৫৮, রোড ১৫/এ, ধানমন্ডি, ঢাকা) আবেদন করতে পারবেন। ভর্তির শেষ তারিখ ১০ সেপ্টেম্বর। ক্লাস শুরু হবে ১৪ সেপ্টেম্বর। ক্লাস সময় সপ্তাহের শুক্র ও শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা।

পাঠশালা, যেটি পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট নামেও পরিচিত, এরই মধ্যে ফটোগ্রাফি শিক্ষা এবং ভিডিও শিক্ষার জন্য বেশ প্রসিদ্ধি অর্জন করেছে। ১৯৯৮ সালে বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্র শিল্পী শহিদুল আলম এটি প্রতিষ্ঠা করেন। পাঠশালার দুটি বিভাগ, ফটোগ্রাফি ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট অব ফিল্ম এন্ড টেলিভিশন। এই দুই বিভাগে এখন পর্যন্ত প্রায় সহস্রাধিক শিক্ষার্থী শিক্ষা নিয়েছেন। শুধু দেশের শিক্ষার্থী নয় পাঠশালায় পড়তে আসছেন ভারত, চীন, নেপাল এমনকি ইউরোপের শিক্ষার্থীরাও।

পাঠশালার ডিপার্টমেন্ট অব ফিল্ম এন্ড টেলিভিশনের প্রধান খ্যাতিমান মিডিয়া ব্যাক্তিত্ব খ ম হারূন জানান, আগামী ৩১ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ফিল্ম ও টেলিভিশন বিষয়ক মাস্টার্স প্রোগ্রাম (পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ফিল্ম এন্ড টেলিভিশন) আবেদনের সুযোগ আছে। এ ছাড়াও অন্য শর্ট কোর্সগুলোর সুযোগ তো থাকছে সারা বছর জুড়েই।

ভিডিও মাধ্যমে গল্পবলা শেখার ইচ্ছে যাদের আছে তারা নিশ্চয়ই আর দেরি করবেন না।

সারাবাংলা/এমএ/পিএম