কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘হবিগঞ্জের বন্ধন’-এর আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজ আহমেদ সভাপতি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুজন আহমেদ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে গত কমিটির সভাপতি মো. জায়েদ হাসান এবং সাধারণ সম্পাদক মো. হুসাইন আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির সহ-সভাপতি সারোয়ার রিমন, জোবায়ের আহমেদ,অনুপ দাস, সুভাষ দাস, সাদিয়া খানম প্রিয়া, ঋজু আক্তার, সনিয়া আক্তার, শাম্মি আক্তার আঁখি এবং বিশাল রায়; যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ কাউছার, শাহরিয়ার শাকিল, প্রিয়ামনি দেব, পূজা দেব, রিপন ভৌমিক, নাজমিন আক্তার এবং শাওন সূত্রধর; সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, শামীম আহমেদ, জান্নাতুল বাকি শাম্মী, স্বরবিন্দু বৈষ্ণব, সাদিয়া আক্তার, প্রণমিতা দেব, আহসান চৌধুরী, এম.এ.এম আল আমিন, তামান্না আক্তার, তানিয়া আক্তার, সায়মা কাওনাইন এবং প্রিয়ন্তী দাস প্রীথা।
এছাড়া অর্থ সম্পাদক মিশকাত ওয়াহিদ চৌধুরী, উপ-অর্থ সম্পাদক তুষার দাস, দপ্তর সম্পাদক হুযাইফা রায়হান, উপ-দপ্তর সম্পাদক মো.তারেক মিয়া, প্রীতম দাস, প্রচার সম্পাদক মো. সাবাজ আহমেদ স্বাধীন, উপ-প্রচার সম্পাদক প্রশান্ত বৈষ্ণব এবং আদিল কবির, আইন বিষয়ক সম্পাদক মুনসাহাবুর রহমান মনির, উপ-আইন বিষয়ক সম্পাদক মোছা. শাহেলা জাহান তালুকদার এবং শাহ নাইমা জান্নাত, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শাহরিয়ার ইসলাম সৌরভ, উপ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম শিমুল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আদিবা ইলমিয়াত, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শাহাদাত হাসনাত নাবিল, ছাত্রী বিষয়ক সম্পাদক মোর্শেদা খানম, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক নাজমিন আক্তার, তানজিন রহমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আনামিকা দাস, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক অন্নপূর্ণা দাস এবং সাবিকুন্নাহার নাজিফা দায়িত্ব পালন করবেন। এদিকে মো. জাহিদুল ইসলাম জিহাদ, মোছা. সাদিয়াজ্জামান ঋতু, শাহনাজ শিরিন,মো.মঞ্জরুল ইসলাম চৌধুরী এবং তাঞ্জিলা তাবাসসুম কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংগঠনের সাধারণ সম্পাদক সুজন আহমেদ বলেন, ‘হবিগঞ্জ আমার কাছে এক আবেগের জায়গা। ঐক্য, সহযোগিতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে আমরা সংগঠনকে শক্তিশালী করব। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। আশা করি আমরা একসঙ্গে ভালো কিছু করতে পারব।’
উল্লেখ্য, গত কমিটির সভাপতি মো. জায়েদ হাসান এবং সাধারণ সম্পাদক মো. হুসাইন আহমেদ এ সংগঠনের আজীবন সদস্য।