Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেনু ছেলেধরা এমন গুজব ছড়ানো নারী আটক


২৫ জুলাই ২০১৯ ১৭:৫৬ | আপডেট: ২৫ জুলাই ২০১৯ ২০:১৫

ঢাকা: রাজধানীর বাড্ডায় তাসলিমা বেগম রেনুকে গণপিটুনিতে হত্যার আগে তাকে ‘ছেলেধরা’ গুজব রটনাকারী অভিযোগে এক নারীকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ। ওই নারীর নাম রিয়া খাতুন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল তিনটার দিকে উত্তর পুর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে রিয়া খাতুনকে আটক করে পুলিশ। গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

পুলিশের ডিসি বলেন, ‘রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ও ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে কিনা তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিয়ার কথার সঙ্গে ভিডিও ফুটেজ ও হৃদয়ের কথার মিল খোঁজা হচ্ছে। রিয়ার সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেফতার দেখানো হবে।’

এদিকে বাড্ডা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ইয়াছিন গাজী বলেন, ‘রিয়াকে বিকেল তিনটার দিকে ওই স্কুল থেকে জিজ্ঞাসাবাদের জন্য রিয়াকে আটক করা হয়। ঘটনার সঙ্গে তার মিল খোঁজা হচ্ছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে রেনুকে পিটিয়ে হত্যার প্রধান অভিযুক্ত হৃদয়কে নারায়ণগঞ্জের ভুলতা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আটক করে। হ্নদয় পুলিশকে জানায়, সেসহ ১০ থেকে ১৫ জন লোক স্কুলটির দ্বিতীয় তলার প্রধান শিক্ষকের কক্ষ থেকে টেনেহিঁচড়ে রেনুকে নিচে নামিয়ে আনেন। এরপর তাকে বেধড়ক মারপিট করা হয়। তার আগে রেনুকে ছেলেধরা প্রথম যে সাজিয়েছে তার মধ্যে কয়েকজন নারী ছিল। সেই নারীদের দেখলে হৃদয় চিনতে পারবে। হৃদয়ের দেওয়া তথ্যমতে রিয়াকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।

গত ২০ জুলাই সকালে উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেয়েকে ভর্তির খোঁজ নিতে ওই স্কুলে যান তাসলিমা বেগম রেনু। এরপর তাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ রেনুকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় রেনুর ভাগিনা নাসির উদ্দিন বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেন। সে মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

রেনু হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে হৃদয়
গণপিটুনিতে রেনু হত্যার মূলহোতা হৃদয় গ্রেফতার
রেনু হত্যা: এখনও বীভৎসতার আতঙ্ক কাটেনি বাড্ডার শিশুদের
হৃদয়সহ ১০-১৫ জন তালা ভেঙে রেনুকে বাইরে আনে
বাড্ডায় গণপিটুনিতে হত্যা: আরও ২ জন চারদিনের রিমান্ডে
বাড্ডায় গণপিটুনিতে হত্যা: আরও দুইজন গ্রেফতার
বাড্ডায় গণপিটুনিতে নারী হত্যায় গ্রেফতার আরও ১
বাড্ডায় গণপিটুনিতে নারী হত্যা: আটক ৩

 

গুজব ছেলেধরা বাড্ডা রেনু