ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথের সন্ধান, আটক ১
২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫২ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:১২
।।সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথের ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দারা। রাজধানীর জিগাতলায় মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ওই ল্যাবে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) দিনভর অভিযান চালিয়ে হাসিব নামে এক যুবককে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক খুরশিদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক হওয়া হাসিব মালয়েশিয়ায় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছে। দেশে ক্রিস্টাল মেথের বাজার সৃষ্টি করাই তার প্রধান লক্ষ্য ছিল।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সেগুনবাগিচা প্রধান কার্যালয়ে সন্ধ্যা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই বিস্তারিত বলা হবে।
সারাবাংলা/ইউজে/এমএইচ