ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া প্রাইভেটকার থেকে ২৫২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ও গাড়িটি আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ‘বুধবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে হাতিরঝিল থানাধীন সোনারগাঁও হোটেলের ২ নম্বর গেটের সামনে ডিউটিরত ট্রাফিক পুলিশ সদস্য একটি প্রাইভেটকারকে থামার সিগন্যাল দিলে প্রাইভেটকারটি ট্রাফিক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বাংলামোটরের দিকে চলে যায়। বাংলামোটরে ডিউটিরত ট্রাফিক পুলিশ সদস্যরা সিগন্যাল বন্ধ করে প্রাইভেটকারটি আটক করে।’
তিনি বলেন, ‘এ সময় গাড়িচালক কৌশলে পালিয়ে যায়। পরে হাতিরঝিল থানা পুলিশের সহায়তায় প্রাইভেটকারটি তল্লাশি করে ২৫২ বোতল বিদেশি মদ উদ্ধার এবং প্রাইভেটকারটি আটক করা হয়। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’