Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় মাইক্রোবাসে আগুন যান্ত্রিক ত্রুটির কারণে: ডিএমপি

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৩:০৬ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৩:৩৭

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইক্রোবাসে আগুন গাড়িটির যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, আজ বুধবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সকালে উত্তরার জসীম উদ্দিন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

তিনি জানান, ইঞ্জিন ওভার হিটের কারণে এই আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর