Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

স্টাফ করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৭:৪৪ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ১৮:৫১

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ডিএমপি মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার দিনব্যাপী থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি ও নানা অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—খুশি ওরফে খুকি (৩০), অমিত (২৫), সাগর (৩০), ইসমাইল হোসেন মালেক (৪০), মোহাম্মদ আলী (৩২), আওয়াল ব্যাপারী (৪২), মিশাল (১৮), ফয়সাল (১৮), রায়হান (২২), ইমরান (২৬), মামুন (২৫), রাব্বি (২৫), নাইম মোল্লা (২৩) ও মঞ্জিল শরীফ অপু (২৩)।

বিজ্ঞাপন

অভিযানে তাদের কাছ থেকে চারটি অটোরিকশার ব্যাটারি, ১০০ পুরিয়া হেরোইন, ৩০ গ্রাম গাঁজা ও ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন
১৪ ডিসেম্বর ২০২৫ ২২:৩৬

আরো

সম্পর্কিত খবর