Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ভারতীয় ভিসা জালিয়াতির অভিযোগে গ্রেফতার ১

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১৪:৪০

ঢাকা: রাজধানীর ভাটারা এলাকা থেকে ভারতীয় ভিসা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সাধন কুমার মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মাগুরার বাসিন্দা সাধন কুমার দীর্ঘদিন ধরে ভিসা প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করে আসছিল।

বিশেষ করে চিকিৎসা নিতে যাওয়া ব্যক্তিদের টার্গেট করে জরুরি ভিসা সরবরাহের ভুয়া অ্যাপয়েন্টমেন্টসহ নানা প্রতারণা চালাতো সে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছে।

গত জুনে ভারতীয় ভিসার জন্য টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বদরুল আলম নামে আরেক প্রতারককে গ্রেফতার করা হয়েছিল।

বিজ্ঞাপন

ভিসার জন্য দালালদের উপর নির্ভর না করে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দিয়েছে ভারতীয় ভিসা সেন্টার।