Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চসিকের সাবেক কাউন্সিলর ডিউক খুলনা থেকে গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৪ ১৯:১৭ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ১৯:১৯

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও আ. লীগ নেতা নাজমুল হক ডিউক। ছবি: সারাবাংলা।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নাজমুল হক ডিউককে খুলনা থেকে পুলিশ গ্রেফতার করেছে।

চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশের তথ্যের ভিত্তিতে রোববার (২৮ অক্টোবর) রাতে খুলনার খানজাহান আলী থানার পুলিশ তাকে গ্রেফতার করে। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ।

বিজ্ঞাপন

নাজমুল হক ডিউক চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তিনি আওয়ামী লীগের একই ওয়ার্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে বলেন, ‘নাজমুল হকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার অভিযোগে ডবলমুরিং থানায় পাঁচটি মামলা আছে। তিনি খুলনায় অবস্থান করছেন জানতে পেরে ডবলমুরিং থানা থেকে খুলনার খান জাহান আলী থানাকে এ সংক্রান্ত তথ্য পাঠায়। এরপর পুলিশ গ্রেফতার করে। তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।’

ডবলমুরিং থানার মামলায় গ্রেফতার দেখিয়ে নাজমুল হক ডিউককে মঙ্গলবার আদালতে হাজির করা হবে বলে তারেক আজিজ জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এসআর

আওয়ামী লীগ নেতা গ্রেফতার ডিউক