চট্টগ্রাম বিজ্ঞান কলেজে ক্রিকেট টুর্নামেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২০ ২২:২৬ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৪৪
মুজিব বর্ষকে সামনে রেখে চট্টগ্রাম বিজ্ঞান কলেজে হয়ে গেল আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার (১০ ফেব্রুয়ারি) কলেজের বি, সি ও ডি সেকশনের মধ্যে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় সি সেকশন। ১২ রানের ব্যবধানে তারা হারায় বি সেকশনকে।
১০ ওভারের ম্যাচে জেতার জন্য বি সেকশনকে ৯৭ রানের লক্ষ্য দেয় সি সেকশন। তবে ৮৩ রানে থেমে যায় বি সেকশনের ইনিংস।
ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ হন সি সেকশনের ইমন। তিনি ম্যান অব দ্য টুর্নামেন্টও নির্বাচিত হন।
পুরস্কার বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. জাহেদ খান। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ডা. জাহেদ খান। এ সময় তিনি শিক্ষার্থীদের মুজিব আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের সমন্বয়ক ফরিদুল আলম।ম্যাচ পরিচালনা করেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রবিন ও ফয়সাল।