চট্টগ্রামে ‘কাপাসিয়ান রিইউনিয়ন’ ৩১ জানুয়ারি
৭ ডিসেম্বর ২০১৯ ২৩:৩০ | আপডেট: ৭ ডিসেম্বর ২০১৯ ২৩:৩১
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠ প্রাঙ্গণে হবে ‘কাপাসিয়ান রিইউনিয়ন ২০২০’।
সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুনর্মিলনীতে অংশ নিতে ইচ্ছুক প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্কুল প্রাঙ্গণে নিবন্ধনের কাজ চলছে। নিবন্ধন চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
পুনর্মিলনী অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত জানতে ০১৮৫২৮২২২৫২ ও ০১৮৫৯২০৭৫০৩ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কাপাসিয়ান রিইউনিয়ন ২০২০ চট্টগ্রাম পুনর্মিলনী