Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ৩০০ লিটার চোলাই মদসহ তিন ‘কারিগর’ গ্রেফতার


২৮ মে ২০১৯ ১৭:০৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়েছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। সেখান থেকে ৩০০ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) ভোরে নগরীর পশ্চিম শহীদনগরের আমতল এলাকায় মাওয়া ভিলা নামে একটি বাড়ির পঞ্চম তলায় এই মদের কারখানায় অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার।

বিজ্ঞাপন

গ্রেফতার তিনজন হল- বিপিন চাকমা (৩২), রিতন চাকমা (২০) ও মিটন চাকমা (২৫)। এদের মধ্যে রিতন ও মিটনের বাড়ি খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় এবং বিপিনের বাড়ি একই জেলার পানছড়ি উপজেলায় বলে জানিয়েছেন ওসি আতাউর।

ওসি আতাউর সারাবাংলাকে বলেন, ‘তিনজনই মদ তৈরির কারিগর। পাহাড়ে সাধারণত স্থানীয়ভাবে যেসব মদ তৈরি হয়, একই প্রক্রিয়ায় শহীদনগরের কারখানায় তৈরি করা হচ্ছিল। এসব মদ এলাকায় বিক্রি করা হত।’

কারখানা থেকে ৫০ বালতিভর্তি ৩০০ লিটার মদের সঙ্গে মদ তৈরির কাঁচামালও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার।

সারাবাংলা/আরডি/এমএইচ

আটক মদ জব্দ মদ তৈরি