Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ২১ কেজি গাঁজাসহ আটক ২


৫ মার্চ ২০১৯ ১২:২৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ওই গাড়ির চালকসহ দু’জনকে আটকের তথ্যও দিয়েছে র‌্যাব।

মঙ্গলবার (৫ মার্চ) ভোরে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার বারইয়ারহাট এলাকায় চট্টগ্রামমুখী প্রাইভেটকারটি তল্লাশি চালায় র‌্যাব।

আটক দু’জন হল- চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হেলাল উদ্দিন (২৬) ও এনামুল হক (২১)।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো.মাশকুর রহমান সারাবাংলাকে জানান, কুমিল্লা থেকে গাঁজা নিয়ে চট্টগ্রামে যাবার পথে গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেটকারটি তল্লাশি করা হয়েছে। আটক দু’জনের ব্যবহৃত চারটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

আটক দু’জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাবের এই কর্মকর্তা জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এমএইচ

আটক গাঁজা উদ্ধার প্রাইভেটকার

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর