Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বিদ্যুৎস্পর্শে ২ নারীর মৃত্যু


২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২৭

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিদ্যুৎস্পর্শে একই পরিবারের দুই নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের দক্ষিণ চাম্বল গ্রামের উকিল আহমদের বাড়িতে এই দুর্ঘটনা ঘটেছে।

মৃতরা হলেন- দক্ষিণ চাম্বল গ্রামের প্রয়াত জাকের আহমদের স্ত্রী রেজিয়া বেগম (৪০) ও তার ননদ ফাতেমা বেগম (২৮)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন সারাবাংলাকে জানান, ঘরের টিনের চালে কাপড় শুকাতে দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যান রেজিয়া বেগম। তাকে উদ্ধারে গিয়ে আক্রান্ত হন ফাতেমা। রেজিয়া ঘটনাস্থলেই মারা যান। ফাতেমাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ‘দু’জনের লাশ থানায় রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে যদি ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করা হয়, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব। আবেদন না পেলে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

সারাবাংলা/আরডি/এমএইচ

চট্টগ্রামে নারী নিহত বিদ্যুৎ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর