চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে জমা পড়া মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পন্ন হয়েছে। এতে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতের মোহাম্মদ শফিউল আলমসহ ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে চারজনের মনোনয়নপত্র।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেনের দফতরে মনোনয়ন পত্রগুলো যাচাইবাছাই হয়েছে।
বৈধ ঘোষিত মনোনয়নপত্রের মধ্যে বিএনপি-জামায়াতের প্রার্থী ছাড়া বাকি ছয়জন হলেন- জাতীয় পার্টির আবু তাহের, বাসদের (মার্কসবাদী) দীপা মজুমদার, গণফোরামের উজ্জ্বল ভৌমিক, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আবু তাহের, বাসদের নিজামুল হক আল কাদেরী এবং ইনসানিয়াত বিপ্লবের আজিজ মিয়া।
বাতিল ঘোষিত চার প্রার্থী হলেন- স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. নুর উদ্দিন, গণঅধিকার পরিষদের মুহাম্মদ নেজাম উদ্দিন ও বিএনপির বিদ্রোহী প্রার্থী একেএম আবু তাহের।
সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর ভূঁইয়ার মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করা এক শতাংশ ভোটার যাচাইয়ে পাঁচজনকে পাওয়া যায়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. নূর উদ্দিনের মনোনয়ন পত্রে প্রার্থীর নাম, আসন ও ভোটার নম্বর ছিল না। বিএনপির বিদ্রোহী প্রার্থী একেএম আবু তাহের ঋণখেলাপী। আর গণঅধিকার পরিষদের মুহাম্মদ নেজাম উদ্দীনের কাছে চট্টগ্রাম সিটি করপোরেশনের পাওনা আছে ৯৭ হাজার ১৭৫ টাকা। এসব কারণে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ’১২ জন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা পুনরায় প্রার্থিতা ফেরত পেতে আপিল করতে পারবেন। আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।’
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে বৃহস্পতিবার শুধু একটি আসনের মনোনয়নপত্র যাচাইবাছাই হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) ও রোববার (৪ জানুয়ারি) চট্টগ্রাম মহানগরী ও সংলগ্ন উপজেলা মিলিয়ে ৫টি আসনের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাচাইবাছাই হওয়ার কথা আছে।