Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, যুবদল নেতা নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১৫:১০

যুবদল নেতা আ জ ম সোহেল। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কায় প্রাইভেট কার আরোহী যুবদলের এক নেতা নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকায় আম্বিয়া পেট্রোল পাম্পের বিপরীত সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আ জ ম সোহেল (৪০) নগরীর ইপিজেড থানা যুবদলের সাবেক সদস্য সচিব।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা আহমেদ সারাবাংলাকে বলেন, ‘রাত আনুমানিক ৩টার দিকে সম্ভবত উনি (সোহেল) পতেঙ্গা সী-বিচ এলাকা থেকে ফিরছিলেন। এ সময় তিনি নিজেই প্রাইভেটকার ড্রাইভ করছিলেন। কাটগড় এলাকায় সামনে থাকা একটি চলন্ত লরির পেছনে আঘাত করে প্রাইভেটকারটি। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে গাড়ি থেকে বের করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সোহেলের মৃত্যুর বিষয় চিকিৎসক উল্লেখ করেছেন বলে ওসি জানান।

এদিকে সড়ক দুর্ঘটনায় আ জ ম সোহেলের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ গভীর শোক প্রকাশ করেছেন।

সারাবাংলা/আরডি/এমপি
বিজ্ঞাপন

আট দলে যোগ দিল এলডিপি ও এনসিপি
২৮ ডিসেম্বর ২০২৫ ১৭:২২

আরো

সম্পর্কিত খবর