চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে নৌবাহিনীর বার্ষিক ‘টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা’র সমাপনী অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
বুধবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রামের ‘এরিয়া টেনিস অ্যান্ড স্কোয়াশ কমপ্লেক্সে’ এ অনুষ্ঠান হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্ববধানে ও বানৌজা ঈসা খানের সার্বিক ব্যবস্থাপনায় সাতদিনের এ প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌঅঞ্চল এবং বিএন ফ্লিট ও এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড দলের ৪৮ জন পুরুষ ও ১৪ জন মহিলা কর্মকর্তা অংশ নেন।
সমাপনী প্রতিযোগিতায় টেনিস দ্বৈত (পুরুষ) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার ও কমডোর আবুল ফজল মুহাম্মদ আহসান উদ্দিন জুটি চ্যাম্পিয়ন এবং কমডোর আশরাফ মাহমুদ রিয়াজ ও লেফট্যানেন্ট মো. আরজু ইহসান রানার-আপ হয়েছেন। এছাড়া টেনিস দ্বৈত (মহিলা) লেফট্যানেন্ট সাদিয়া সুলতানা সাথী ও সিমব্রী অর্ণি সাংমা জুটি চ্যাম্পিয়ন এবং লেফট্যানেন্ট উজমা আনহা ও নওশিন জাহান রানার-আপ হয়েছেন।
অন্যদিকে টেনিস একক প্রতিযোগিতায় (পুরুষ) লেফট্যানেন্ট মো. আরজু ইহসান চ্যাম্পিয়ন ও কমান্ডার কাজী শাকুর মাহমুদ রানার-আপ এবং টেনিস একক (মহিলা) সিমব্রী অর্ণি সাংমা চ্যাম্পিয়ন এবং আফিয়া আনজুম রানার-আপ হয়েছেন।
স্কোয়াশ (পুরুষ) প্রতিযোগিতায় ক্যাপ্টেন মোহাম্মদ নুরুন্নবী খন্দকার চ্যাম্পিয়ন ও মো. জালাল আহমেদ তুরাগ রানার-আপ এবং স্কোয়াশ (মহিলা) প্রতিযোগিতায় লেফট্যানেন্ট নুসরাত জাহান চ্যাম্পিয়ন ও সিমব্রী অর্ণি সাংমা রানার-আপ হয়েছেন।
সমাপনী দিনে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।