Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবুল সরকারের পক্ষে দাঁড়ানো ইন্ডিয়ার স্বার্থরক্ষার শামিল: হেফাজত মহাসচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ১৬:১৪ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ২০:১০

চট্টগ্রাম ব্যুরো: মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে কারান্তরীণ বাউল আবুল সরকারের বিচার দাবি করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব সাজেদুর রহমান। এক বিবৃতিতে তিনি বলেছেন, আবুল সরকারের পক্ষে দাঁড়ানো এদেশে ইন্ডিয়ার স্বার্থরক্ষার শামিল।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে প্রকাশের জন্য হেফাজতের মহাসচিবের এ বিবৃতি পাঠানো হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী সারাবাংলাকে বিবৃতির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২০ জুলাই মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ‘ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

বিজ্ঞাপন

আবুল সরকারকে ‘ভণ্ড বাউল’ আখ্যায়িত করে হেফাজতে ইসলামের মহাসচিব সাজেদুর রহমান বলেন, ‘আবুল সরকার প্রকাশ্যে আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও মিথ্যাচার করে স্থানীয় সচেতন মুসলমানদের প্রতিবাদের মুখে গ্রেফতার হয়েছেন, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তাকে কেন্দ্র করে কোনো ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি কাম্য নয়। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে আমরা উসকানিদাতা আবুল সরকারের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি, যাতে ভবিষ্যতে আর কেউ এভাবে ধর্মীয় উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্য দেওয়া থেকে বিরত থাকে।’

‘এ ঘটনায় প্রশাসনের কেউ যদি স্থানীয় প্রতিবাদী আলেমসমাজ ও ধর্মপ্রাণ জনতাকে হয়রানি করে তাহলে তার পরিণতি ভালো হবে না। ধর্ম অবমাননার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।’

আবুল সরকারকে গ্রেফতারের পর ইন্ডিয়াপন্থী উগ্র বামরা সরব হয়েছেন মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের প্রশ্ন— ভণ্ড বাউল আবুল সরকারের পক্ষে দাঁড়ানো সেক্যুলার প্রগতিশীলরা কি সমাজে ধর্ম অবমাননা করার অধিকার চান? তাসাউফ বা সূফিবাদ ইসলামের আত্মদার্শনিক রূপ। কিন্তু বাউলবাদের আড়ালে কারো ইসলাম বিকৃতি ও অবমাননা সমর্থনযোগ্য নয়। কথিত বাউল আবুল সরকারের সুস্পষ্ট ধর্ম অবমাননা সত্ত্বেও তার পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদী মুসলমানদের কলঙ্কিত করা এদেশে ইন্ডিয়ার স্বার্থরক্ষার শামিল। জুলাই বিপ্লব বানচাল করতে ইন্ডিয়ার চক্রান্তে দেশে যে কোনো অস্থিরতা তৈরির চেষ্টা প্রতিহত করা হবে, ইনশাআল্লাহ।’

সারাবাংলা/আরডি/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর