Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে আওয়ামী লীগের ৪২ নেতার আগাম জামিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ১১:১৯ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১১:৩৭

সিলেট: সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের চার মামলার ৪২ জন আসামি হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। জামিনপ্রাপ্ত সকল আসামি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

রোববার (১৬ মার্চ) চারটি রাজনৈতিক মামলায় ৩৬ জন ও সোমবার (১৭ মার্চ) আরও ৬ জনকে আগাম অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। সোমবার রাতে জামিনপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা ও জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

রোববার (১৬ মার্চ) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ৩৬ জন আসামিকে আট সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে দায়রা জজ সিলেটের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেন। সোমবার একই বেঞ্চ এই চার মামলায় আরও ছয় জনকে ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

উচ্চ আদালত থেকে জামিন পাওয়া জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে জকিগঞ্জে পরপর চারটি বিস্ফোরক আইনের মামলা রুজু হয়।

এ চারটি রাজনৈতিক মামলার ৪২ জন আসামি হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত রোববার ও সোমবার দুই দফায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। জামিন শুনানিতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী শারমিন রুবায়াত ইসলাম।

জামিনপ্রাপ্তদের মধ্যে আছেন- জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আওয়ামী লীগ নেতা আবুল খায়ের চৌধুরী, জকিগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান আফতাব আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সজল বর্মন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন আব্দুল্লাহ সুমন, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল খালিক, আমিনুল ইসলাম চৌধুরী শিমুল, মুহিবুর রহমান, এটিএম ফয়সল, মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাহরিয়ার আহমদ সাগর, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, সালেহ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, এতিমখানার শিক্ষক মাসুকুর রহমান মারুফ, যুবলীগ নেতা শামিম আহমদ, জকিগঞ্জের মানিকপুর গ্রামের মতিউর রহমানের ছেলে সুলতান আহমদ, একই উপজেলার কলাদাপানিয়া গ্রামের সুধীর কুমার সিংহের ছেলে সজল কুমার সিংহ, হাতধর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে ইকবাল আহমদ, দরগা বাহারপুর গ্রামের আব্দুল করিমের ছেলে এটিএম ফয়সল ও পীরের চক গ্রামের নোমান আলীর ছেলে শিমুল আহমদসহ ৪২ জন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

আওয়ামী লীগ আগাম জামিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর