Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় চড়া দামে সার বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ২২:৫৪ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৪:০৯

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার সদর উপজেলার আলুকদিয়া ও ভালাইপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তর দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ এ জরিমানা করেন। এসময় সার-কীটনাশক,বীজ, সবজি বাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আলুকদিয়া এলাকায় মেসার্স বিশ্বাস ট্রেডার্স নামক সার ডিলারের মালিক পূর্বে সতর্ক করা সত্ত্বেও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রয় করে আসছিল। ১ হাজার ৩৫০ টাকার প্রতি বস্তা টিএসপি সার ১ হাজার ৫২০ টাকায় বিক্রি করা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি, যথাযথভাবে বিক্রি করার রশিদ না দেওয়া, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক মেয়াদ বাড়িয়ে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। আইন অমান্য করে পুনরায় একই অপরাধ করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক ইকতিয়ার উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ টেম্পারিং কীটনাশকগুলো জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।

পরে ভালাইপুর এলাকায় মেসার্স দিশা এগ্রো ট্রেডিংয়ে তদারকিতে সরকার নির্ধারিত দামের অতিরিক্ত দরে সার বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সাদিকুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রি, রশিদ সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

তদারকি কাজে সহযোগীতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা রাশেদুজ্জামান, সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, ক্যাব প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধিগণ। আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগীতা করেন জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীরের নেতৃত্বে একদল সেনাবাহিনী সদস্য

সারাবাংলা/এসআর

চড়া দামে সার বিক্রি চুয়াডাঙ্গা ব্যবসায়ীকে জরিমানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর