Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিমান্ড শেষে কারাগারে সাবেক সংসদ সদস্য ও চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৪ ১৯:১৩

সিরাজগঞ্জ:-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে হত্যা মামলায় সাতদিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরনের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (সদর আমলী আদালত) এর বিচারক মো. রাসেল মাহমুদ এ আদেশ প্রদান করেন।

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে আব্দুল লতিফ ও সুমন হত্যা মামলায় এবং একটি অস্ত্র মামলায় তাদের দুজনকে শ্যোন এরেস্ট দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার বাদিপক্ষের আইনজীবি অ্যাডভোকেট নাজমুল ইসলাম সাংবাদিকদের জানান, যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবুকে আজ সাতদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছিল।

এ সময় আসামিপক্ষের আইনজীবিরা মামলাগুলোতে আসামিদের জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে তাদের দুজনকে কারাগারে প্রেরণ করার আদেশ দেন।

প্রসঙ্গত, এর আগে তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার এজাহার নামীয় আসামি সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করে র‍্যাব।

এরপর গত ২ অক্টোবর বিকেলে সদর থানা পুলিশ তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

বিজ্ঞাপন

এ সময় রিমান্ডের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে দীর্ঘ প্রায় আধা ঘণ্টা শুনানি শেষে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (সদর আমলী আদালত)-এর বিচারক মো. রাসেল মাহমুদ তাদের দুজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সারাবাংলা/এসডব্লিউআর

গ্রেফতার রিমান্ড সিরাজগঞ্জ হত্যা মামলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর