নাচোলে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৪ ১৯:১৩ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ১৯:১৯
৬ অক্টোবর ২০২৪ ১৯:১৩ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ১৯:১৯
চাঁপাইনবাবগঞ্জ: জেলার নাচোলে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে সাইরুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৬ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃত কিশোর উপজেলার ফতেপুর ইউনিয়নের ফুলবাড়ি মারকৈল এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে।
ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সাবের আহমেদ জানান, সকালে বাড়ি থেকে গরু চড়ানোর উদ্দেশ্যে বের হয় সাইরুল। গরু চড়াতে-চড়াতে সে পাহাড়পুর মমিনমোড় এলাকার যায়। এ সময় বৃষ্টি নামলে গাছের নিচে আশ্রয় নিলে বজ্রপাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তার মরদেহ বাড়ি নিয়ে যায়।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে থেকে জেলা জুড়ে বৃষ্টি হচ্ছে। দুপুরে নাচোলে বজ্রপাতে একজনের মৃত্যু খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
সারাবাংলা/এসআর