Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্তমান সরকারের আমলে টাকা দিয়ে চাকরি হয় না


২৬ ডিসেম্বর ২০১৯ ০৪:১২ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ০৪:১৩

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকারের আমলে টাকা দিয়ে কোন চাকরি হয় না। যোগ্যতা ও মেধায় চাকরি হয়। সরকার সোনার মানুষ দেখতে চায়। সেজন্য কাজ করছে। মন্ত্রী বলেন, আজকে আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ন হয়েছি, জিডিপিতে গ্রোথ বেড়েছে। সরকার শিক্ষার জন্য পরিবেশ তৈরী করতে বিভিন্ন উন্নয়ন করছে। স্কুলের ভবন, শেখ রাসেল কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাশসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ডিসেম্বর) বদলগাছী উপজেলার বালুভরা আর বি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে আমাদের মুক্তিযোদ্ধে রক্তে রঞ্জিত লাল সবুজ পতাকাটা দিয়ে মরে যেতে চাই। সেজন্য তাদেরকে সোনার ছেলে তৈরী করতে শিক্ষকদের প্রতি আহবান জানাচ্ছি।

প্রতিষ্ঠানের সভাপতি সুকমল কর্মকরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, ছলিম উদ্দীন তরফদার, ইসরাফিল আলম, সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা প্রশাসক হারুন অর রশীদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহির বক্তব্য রাখেন।

সারাবাংলা/ইউজে/

খাদ্যমন্ত্রী চাকরি নওগাঁ বাংলাদেশ সরকার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর