Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মান্দায় ২ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার


২ অক্টোবর ২০১৯ ০১:১৮

নওগাঁর মান্দায় যৌথ অভিযানে কষ্টি পাথরের দুটি মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং উপজেলা প্রশাসন। যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। মঙ্গলবার (১ অক্টোবর) মূর্তি দুটি উদ্ধার করা হয়।

মান্দা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম হাবিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের কালিগ্রাম পশ্চিম পাড়ার মৃত আকবর আলীর ছেলে মোঃ ময়েজ উদ্দিনের বাড়ি থেকে মূর্তিগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মূর্তিগুলো উদ্ধারের সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধারের পর মূর্তিগুলো বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

এ সময় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন নওগাঁ ১৬ বিজিবির কর্মকর্তা আসহান হাবিব।

কষ্টি পাথর নওগাঁ মূর্তি

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর