Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা


২৪ জুলাই ২০১৯ ০৭:০০ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ ০৪:৪২

ঢাকা: বান্দরবানে লামা উপজেলার আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার সরই ইউনিয়নের হাসনা পাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

লামা থানার ওসি আপ্পেলু রাজু নাহা জানান, আওয়ামী লীগ নেতা আলমগীর শিকদারকে রাতে একা পেয়ে সংঘবদ্ধ সশস্ত্র দল তার ওপর আক্রমণ চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে আলমগীরকে ফেলে রেখে যায়। আলমগীরের মাথা ও ঘাড়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

বিজ্ঞাপন

নিহত আলমগীর (৩৮) সরই ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো.আলীর ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

সরই ইউপি চেয়ারম্যান ফরিদ-উল-আলম বলেন, ‘জানতে পেরেছি, জমি-জমা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে আলমগীরের বিরোধ ছিল।’

ওসি আপ্লেলু রাজু নাহা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। হত্যাকাণ্ডে কারা জড়িত তা পুলিশ তদন্তের মাধ্যমে বের করবে।

সারাবাংলা/একে

আওয়ামী লীগ নেতা টপ নিউজ বান্দরবান হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর