Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন কারিকুলাম বাতিল চেয়ে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ ৮ম দিনে


১৩ জুলাই ২০১৯ ১৫:৩০

ময়মনসিংহ: কারিকুলামে পরিবর্তনসহ চার দফা দাবিতে অষ্টম দিনের মতো বিক্ষোভ অব্যাহত রেখেছে ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (১৩ জুলাই) সকালে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্টস নার্সেস অ্যাসোসিয়েশন শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস ও শহরের বিভিন্ন অংশে এ বিক্ষোভ দেখায়। প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে যায় তারা।

বিজ্ঞাপন

অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ বলেন, পুরাতন কারিকুলাম বহাল রেখে নতুন কারিকুলাম বাতিল করা, নার্সিং পেশাকে বিসিএস ক্যাডারভুক্ত করা, ইন্টার্ন ভাতা ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করা, শিক্ষার্থী বৃত্তি ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা করা এবং নার্সিং কলেজকে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তর করাই তাদের মূল দাবি।

শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে ও আগামীতে কঠোর কর্মসুচি দেবেন তারা।

সারাবাংলা/এমএম

নার্সিং বিক্ষোভ ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর