Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্রাইয়ে ব্রিজ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু


১২ জুন ২০১৯ ১১:৪৪

নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে ব্রিজ থেকে পড়ে শফির মন্ডল (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দিঘা মৈত্রীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফির মন্ডল উপজেলার দিঘা সরদারপাড়া গ্রামের ছবর আলী মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে শফির মন্ডল বাড়ির পাশের ব্রিজে বসেছিলেন। এসময় হঠাৎ তিনি মাথা ঘুরে ব্রিজের নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ’

সারাবাংলা/পিটিএম

নওগাঁ ব্রিজ মৃত্যু

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর