Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনীতে বাসের চাপায় মা ও মেয়ের মৃত্যু


৯ জুন ২০১৯ ২৩:৪৫

 

ফেনী: ফেনীতে যাত্রীবাহী বাসের চাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রবিবার (৯ মে) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া রেস্টহাউজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ইনচার্জ আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের গণি সওদাগর বাড়ীর লিয়াকত আলীর স্ত্রী বিবি জোহরা মুন্নী (৩৬) ও তার মেয়ে ফারিয়া আক্তার (১৬) ।

লেমুয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ উদ্দিন নাসিম জানান, নিহত বিবি জোহরা মুন্নী তার মেয়ে ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সিএনজি চালিত অটোরিক্সাযোগে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের তেরবাড়িয়া গ্রামে বাবার বাড়ীতে যাচ্ছিলেন। সিএনজিটি মহাসড়কের লেমুয়া রেস্টহাউজের সামনে এসে পৌঁছালে ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দেয়। এতে চালকসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিবি জোহরা মুন্নিকে মৃত ঘোষণা করেন। ফারিয়া আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথেই তার মৃত্যু হয়। আহত অন্যান্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ গাড়ী দুটি উদ্ধার করেছে।

সারাবাংলা/ওএম

ফেনী মা-মেয়ের মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর