Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক বিক্রেতার মৃত্যু


২২ মার্চ ২০১৯ ১০:৫২ | আপডেট: ২২ মার্চ ২০১৯ ১০:৫৮

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকালে টেকনাফের রাজারছড়া পাহাড়ে ঘটনা ঘটেছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন, টেকনাফ উপজেলার নাজির পাড়ার আজহার মিয়ার ছেলে নুর মোহাম্মদ (৪০) ও জালিয়াপাড়ার গ্রামের আব্দুর শুক্কুরের ছেলে নুরুল আমিন (৩৫)। তারা দুইজন মাদক বিক্রেতা ছিলেন বলে দাবি পুলিশের।

বিজ্ঞাপন

আরও পড়ুন: কক্সবাজারে র‌্যাব-পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জনের মৃত্যু

ওসি প্রদীপ কুমার দাশ জানান, মধ্যরাতে টেকনাফের রাজেরছড়া এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযানে গেলে ইয়াবা কারাবরিদের সঙ্গে গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে নূর মোহাম্মদ ও নুরুল আমিনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ

কক্সবাজার বন্দুকযুদ্ধ মাদক কারবারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর