ফরিদপুর: ফরিদপুরের সালথায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে একটি বিস্ফোরক আইনের তাদেরকে গ্রেফতার দেখিয়ে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার আসামিরা হলেন- মো. ইউনুছ মোল্যা (৬৭) উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত পাচু মোল্যার ছেলে। তিনি বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ইউসুফ মাতুব্বর (৭০) উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামের বাসিন্দা। তিনি ভাওয়াল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
বিষয়টি নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ‘এলাকায় নাশকতা সৃষ্টির অভিযোগে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামক বিশেষ অভিযান পরিচলনা করে উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে আওয়ামী লীগ ইউনুছ মোল্যাকে আটক করা হয়।’
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে সালথা বাজার এলাকা থেকে ইউসুফ মাতুব্বরকে আটক করা হয়। পরে তাদরেকে বিস্ফোরক আইনের মামলায় আদালতে পাঠানো হয়।