Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লীকবি জসীম উদদীনের জন্মবার্ষিকী পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ১৩:০৭ | আপডেট: ১ জানুয়ারি ২০২৬ ১৩:১০

ফরিদপুরে পল্লীকবি জসীম উদদীনের জন্মবার্ষিকী পালিত

ফরিদপুর: দোয়া ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ফরিদপুরে পল্লীকবি জসীম উদদীনের ১২৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের গোবিন্দপুরে কবির পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জসীম ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা এবং পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

এছাড়াও ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে কবির আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

পল্লীকবি জসীম উদদীন তার কবিতা, গান ও উপন্যাসের মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরেছেন। ১৯০৩ সালে জেলার সদর উপজেলা কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে নানা বাড়িতে কবির জন্ম হয়। কবি জসীম উদদীনের পিতা আনসারউদ্দিন মোল্যা একজন স্কুলশিক্ষক ছিলেন। মায়ের নাম আমিনা খাতুন।

বিজ্ঞাপন

জসীম উদদীন একজন আধুনিক মানের শক্তিশালী কবি। তবে গ্রাম-বাংলার মাটি ও মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনাকে কেন্দ্র করে দরদি কবিতা, ছড়া, গীতিকবিতা ও উপন্যাসসহ সাহিত্য রচনা করায় তাকে পল্লীকবি বলা হয়।

সাহিত্যবিশারদদের মতে, ‘পল্লীকবি’ উপাধিতে ভূষিত জসীম উদদীনের আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগরসভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম উদদীনের। তার ‘নকশী কাঁথার মাঠ’ ও ‘সোজন বাদিয়ার ঘাট’ বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম। তার কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর