পিরোজপুর: যেখানে বছরের শেষদিন আতশবাজি, গান-বাজনা ও আনন্দ-উল্লাসে নতুন বছরকে বরণ করে নেওয়ার আয়োজন থাকে, সেখানে সেখানে জেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজিটিভ পিরোজপুর’ ব্যতিক্রমী মানবিক উদ্যোগের মাধ্যমে বছর শেষ করেছে।
সংগঠনটির বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার দিবাগত রাতে (৩১ ডিসেম্বর) সংগঠনের সদস্যরা নিজেদের ব্যক্তিগত তহবিল থেকে পিরোজপুর সদর উপজেলার নামাজপুর এতিমখানায় এতিম ও কোরআনে হাফেজ শিশুদের মাঝে খাবার ও শীতকালীন কম্বল বিতরণ করেছেন। আনন্দ উদযাপনের পরিবর্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তারা সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি আলিফ আহমেদ রাজিব, সাধারণ সম্পাদক জুবায়ের আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আ. আলীম খান, সাংগঠনিক সম্পাদক মো. নাঈম হোসেন, কোষাধ্যক্ষ সিরাজ খান আরিফ, দফতর সম্পাদক সৈয়দ আল রাজী জোহা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. তাইজুল ইসলাম খান, প্রচার সম্পাদক ফয়সাল শেখসহ অন্য সদস্যরা।
সংগঠনের নেতারা বলেন, ভবিষ্যতেও ‘পজিটিভ পিরোজপুর’ বিনা পারিশ্রমিকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ১৫ তরুণের স্বেচ্ছাশ্রমে যাত্রা শুরু করে ‘পজিটিভ পিরোজপুর’। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সমাজে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত একবছরে সংগঠনটির উল্লেখযোগ্য কার্যক্রম ছিল— ভারানী খাল পুনঃখনন, তিনটি গৃহহীন পরিবারকে পাকা ঘর প্রদান, ভবঘুরে ও অসুস্থ রোগীদের চিকিৎসার ব্যবস্থা, মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে সমাজে পুনর্বাসন, অসহায় শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ বিতরণ এবং শীত মৌসুমে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ।
এ ধরনের উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করছে।