Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলহাজতে অসুস্থ হয়ে হাসপাতালে আ.লীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ২২:১৩

শফিকুল আলম বাবুল খান। ছবি: সংগৃহীত

পটুয়াখালী: পটুয়াখালী কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শফিকুল আলম বাবুল খান (৫৫)। পরে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মঙ্গলবার (৩০ ডিসম্বের) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

শফিকুল আলম আওয়ামী লীগের কলাপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছি‌লেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর কলাপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু অভিযানে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি জেলহাজতে ছিলেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার সন্ধ্যায় বাবুল হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর