কুমিল্লা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে কুমিল্লা থেকে ঢাকায় এসেছেন হাজারো নেতাকর্মী।
অধিকাংশ নেতাকর্মী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। অনেকে আবার বুধবার (৩১ ডিসেম্বর) ফজরের নামাজ আদায় শেষে ঢাকার পথে রওনা হন।
মঙ্গলবার দিনভর নগরীর ভিক্টোরিয়া কলেজ সড়কে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং শোক বইয়ে সই করা হয়।
রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে কুমিল্লায় সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ বন্ধ রয়েছে। জেলা দোকান মালিক সমিতি দুপুর ২টা পর্যন্ত ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। পাশাপাশি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) বন্ধ ঘোষণা করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের অন্যান্য জেলার মতো কুমিল্লাতেও নেমে এসেছে গভীর শোকের ছায়া।