Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় শ্বশুরবাড়ির উঠান থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ১৩:০৬

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শ্বশুরবাড়ির উঠান থেকে রানা আহমেদ (৩৫) নামে এক জামাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার মালিহাদ ইউনিয়নের জোয়ারদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রানা আহমেদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল্লাহ মালিথার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে রানার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ জানান, নিহতের বাঁ চোখে রক্তের চিহ্ন পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

খালেদা জিয়ার দাফন সম্পন্ন
৩১ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৮

‘আমি আপনার জামাই হতে চাই…’
৩১ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৩

জিয়া উদ্যানে খালেদা জিয়ার মরদেহ
৩১ ডিসেম্বর ২০২৫ ১৬:২০

আরো

সম্পর্কিত খবর