Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরের চারটি আসনে মনোনয়ন জমা পড়েছে ৩৮টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৭

ফরিদপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনে স্বতন্ত্র ও বিভিন্ন দলের মনোনীত প্রার্থীসহ মোট ৩৮ জন মনোনয়ন দাখিল করেছেন।

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ।

তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি আসনে মোট ৪৪টি মনোনয়ন সংগ্রহ করে প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং জেলার নির্বাচন কার্যালয় সমুহে সর্বশেষ ৩৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিজ্ঞাপন

ফরিদপুর-১, ২, ৩ ও ৪ আসনের প্রার্থীরা হলেন যারা:

ফরিদপুর-১(মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ ইলিয়াস মোল্লা, বিএনপি’র খন্দকার নাসিরুল ইসলাম, জাতীয় ঐক্যফ্রন্টের শাহ মুহাম্মদ আবু জাফর, জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)র মোহাম্মদ হাসিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহম্মদ শরাফাত, জাতীয় পার্টির সুলতান আহমেদ খান, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি মৃন্ময় কান্তি দাস, বাংলাদেশ কংগ্রেস থেকে মো. খালিদ বিন নাছের, এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাত জন মনোনয়ন জমা দেন। তারা হলেন মো. আবুল বাশার খান, মো. শাহাবুদ্দিন আহমেদ, লায়লা আরজুমান বানু, মোহাম্মদ গোলাম কবীর মিয়া, শেখ আব্দুর রহমান জিকো, মোহাম্মদ আরিফুর রহমান দোলন, মো. শামসুদ্দিন মিয়া।

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আকরাম আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ মুহাম্মদ জামাল উদ্দিন, গণ অধিকার পরিষদের ফারুক ফকির, বাংলাদেশ খেলাফত আন্দোলনের জয়নুল আবেদীন বকুল মিয়া, বাংলাদেশ কংগ্রেস এর মোহাম্মদ নাজমুল হাসান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আকরামুজ্জামান।

ফরিদপুর-৩ সদর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রার্থী নায়াব ইউসুফ আহমেদ, বাংলাদেশ জামাতে ইসলামী মো. আবদুত তাওয়াব, ইসলামী আন্দোলন বাংলাদেশের কে এম ছরোয়ার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. রফিকুজ্জামান মিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)র আরিফা আক্তার বেবী, স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফ।

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে বিএনপি’র প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবুল, জামায়াতে ইসলামীর মাওলানা সরোয়ার হোসাইন, গণ অধিকার পরিষদের তাসলিম মাতুব্বর, জাতীয় পার্টির রায়হান জামিল, বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ ইসহাক চোকদার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আতাউর রহমান, এছাড়া স্বতন্ত্র প্রার্থী হলো এ এ এম মুজাহিদ বেগ, আব্দুল কাদের মিয়া, মোহাম্মদ মজিবুর হোসাইন।

গত দুদিন উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলায় নয়টি উপজেলার ৪টি আসনে মোট ১৭ লাখ ৬৯ হাজার ৭শ ৭৭জন ভোটার আছে।

বিজ্ঞাপন

জকসু নির্বাচন ৬ জানুয়ারি
৩০ ডিসেম্বর ২০২৫ ১৪:৪০

আরো

সম্পর্কিত খবর