Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ব্যতিক্রমধর্মী: আবু তাহের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১৪:২৮

জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিচ্ছেন আবু তাহের

কুমিল্লা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ব্যতিক্রমধর্মী আখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেছেন, একদিকে দু-একটি রাজনৈতিক দল, অন্যদিকে পুরো বাংলাদেশ-এই বাস্তবতায় একটি সম্পূর্ণ ভিন্নধর্মী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাবেক সংসদ সদস্য আবু তাহের বলেন, এই নির্বাচনের তিনটি স্পষ্ট বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি। প্রথমত, এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত। দ্বিতীয়ত, বিএনপি একা হয়ে পড়েছে। তৃতীয়ত, ডানপন্থি রাজনৈতিক দলগুলো এবং চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো নজিরবিহীনভাবে ঐক্যবদ্ধ হয়েছে। এমন পরিস্থিতি এর আগে কখনো দেখা যায়নি।

বিজ্ঞাপন

নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ তুলে জামায়াতের এই নেতা বলেন, যারা বলেছিল নির্বাচন হবে না, তাদের ষড়যন্ত্র আজ প্রাথমিকভাবে ব্যর্থ হয়েছে। আমরা আশা করছি, এই নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হবে এবং জনগণ শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

তিনি নির্বাচন কমিশন, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলার আমির মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মুহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর আমির মাওলানা ইব্রাহীম, সাবেক উপজেলা আমির আক্তারুজ্জামানসহ উপজেলা ও পৌর জামায়াত এবং ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর