Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গার দুই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১৩:২২

মনোনয়ন জমা দিচ্ছেন বিএনপির প্রার্থী

চুয়াডাঙ্গা: আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) চুয়াডাঙ্গার দুটি আসনে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের কার্যালয়ে এদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমার বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্ৰেস এবং এনসিপিসহ অন্যান্য দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ, জামায়াতের এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসানুজ্জামান সজিব, এবি পার্টির আব্দুল্লাহ আল মামুন ও এনসিপির মোল্লা এহসান ফারুক।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মাহমুদ হাসান খান বাবু, জামায়াতের রুহুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জহুরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের নুর হাকিম ও এবি পার্টির আলমগীর হোসেন।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান জানান, চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে ১২ প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো