বান্দরবান: ৩০০ নং সংসদীয় আসন বান্দরবান থেকে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতা অধ্যাপক মো. ওসমান গনি, সাচপ্রু, প্রস্তাবকারী অ্যাডভোকেট হেলাল উদ্দিন।
এ সময় কার্যালয় চত্বরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মনোনয়ন জমা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘পাহাড়ের মানুষের কথা বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন দেওয়ায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, আমি বান্দরবানের সব জাতিগোষ্ঠীর মানুষের অধিকার, উন্নয়ন, কর্মসংস্থান ও পাহাড়ের শান্তি প্রতিষ্ঠার জন্য নির্বাচন করছি। নির্বাচিত হলে ও সমর্থন পেলে এই অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে কাজ করব।