পাবনা: শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাবনা-৫ (সদর) আসনে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন। এছাড়াও পাবনা-১ আসনের মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।
এ সময় জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, পাবনা- পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ, সাঁথিয়া উপজেলার আমির মাওলানা মোখলেছুর রহমান, শহীদ জাহিদুল ইসলামের পিতা দুলাল উদ্দিন মাস্টার উপস্থিত ছিলেন।
পরে গণমাধ্যমকে মাওলানা ইকবাল হোসাইন বলেন, ‘গত ১৭ বছরে মানুষ ভোট দিতে পারে নাই। এবার মানুষ ভোট দিতে প্রস্তুত। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু থাকলে এবং প্রশাসন নিরপেক্ষ থাকলে জনগণ এবার জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। পাবনাসহ সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা জেলার ৫ টি আসনেই বিজয় লাভ করব ইনশাল্লাহ।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়নি। অবৈধ অস্ত্র পুলিশ উদ্ধার করছে না। গ্রামগঞ্জের সন্ত্রাসীরা বিভিন্নভাবে নির্বাচন বানচাল করতে তৎপর হয়েছে। আমরা সব বিলবোর্ড নামিয়ে ফেললেও ধানের শীষের প্রার্থীর বিলবোর্ড এখনো বিভিন্ন জায়গায় ঝুলছে। প্রশাসনকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে আহ্বান জানান।’
পাবনায় মনোনয়নপত্র জমা দিলেন প্রিন্সিপাল ইকবাল হোসাইন ও নাজিবুর রহমান
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১৪:০৮ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৪:০৯
২৯ ডিসেম্বর ২০২৫ ১৪:০৮ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৪:০৯
সারাবাংলা/এএ