Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া-১ আসনে ডামি প্রার্থী দিল বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১২:৫৫ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৩:১০

কাজী রফিকুল ইসলাম এবং একে এম আহসানুল তৈয়ব

বগুড়া: বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে দলীয় মনোনয়ন পরিবর্তন না করে ডামি প্রার্থী দিয়েছে বিএনপি। দলে প্রাথমিক মনোনয়ন পাওয়া বিএনপির সদস্য কাজী রফিকুল ইসলামের পরিবর্তে সভাপতি একে এম আহসানুল তৈয়ব জাকিরকে ডামি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে এই চিঠি দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নানা আলোচনার জন্ম দিয়েছে। তবে এমন খবরে একে এম আহসানুল তৈয়ব জাকিরের সমর্থকরা আনন্দ উল্লাস প্রকাশ করেছেন।

বিএনপির একাধিক সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম জানিয়েছেন, ‘আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য ঋণ খেলাপি বলে অপপ্রচার করা হচ্ছে। আমি সবসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধাশীল।’

বিজ্ঞাপন

কাজী রফিকুল ইসলাম (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় তার নির্বাচনি এলাকা সারিয়াকান্দিতে ও দুপুর ২টায় সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেবেন।

জানা যায়, এই আসনে সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বিএনপির মনোনীত প্রার্থী হয়ে মাঠ গরম করেছেন। সে ক্ষেত্রে তিনিই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলে তার সমর্থকরা জানিয়েছেন। কাজী রফিকুল ইসলামের ব্যাংক ঋণের বিষয়টি মিথ্যা ও বানোয়াট বলছেন তারা।

সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একে এম আহসানুল তৈয়ব জাকিরকে বিএনপি ডামি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায়, এই আসনের ভোটারদের মাঝে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা জানান, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে কাজী রফিকুল ইসলাম বিএনপির মূল প্রার্থী। তবে অন্য কোন কারণে যদি প্রার্থীতা বাতিল হয়, সে জন্য সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকিরকে ডামি প্রার্থী হিসেবে চিঠি দেওয়া হয়েছে।

সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন জানান, কাজী রফিকুল ইসলামের কথা এলাকার মানুষের মুখে মুখে। তিনিই আগামী দিনে এই এলাকায় বিএনপির কাণ্ডারি। কাজী রফিকুল ইসলামের বিকল্প নেই।

বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলাম তার নির্বাচনি এলাকার সব নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, আপনারা বিভ্রান্ত হবে না। সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং একে অপরের মনোবল অটুট রাখুন। কারো কোনো পোস্ট বা মন্তব্য দেখে হতাশ হবেন না এবং মনোবল হারাবেন না।

সারাবাংলা/এএ