Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে ১০ ডিগ্রি

সাারাবাংলা ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫ ১২:২৭ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৪:০১

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ: দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। হাওর অধ্যুষিত এই উপজেলার তাপমাত্রা সোমবার (২৯ ডিসেম্বর) সকালে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, এদিন সারাদেশের মধ্যে নিকলীতেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়ার হিসাবে এটা মৃদু শৈত্যপ্রবাহ। এদিকে একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) নিকলীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

নিকলী আবহাওয়া অফিস রোববার জানিয়েছিল, জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসজুড়েই শীতের প্রভাব থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে মৃদু শৈত্যপ্রবাহে দেখা মেলেনি সূর্যের। গত কয়েকদিন ধরেই টানা শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। অতিরিক্ত ঠান্ডার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের ওপর। দৈনন্দিন কাজে যেতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন তারা। অতিরিক্ত ঠান্ডায় কষ্টে রয়েছে গরু-ছাগলসহ বিভিন্ন প্রাণী ও পাখিরা। ঠান্ডাজনিত রোগে ভুগছে বয়স্ক ও শিশুরা।

অপর দিকে এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর