Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ২০:৩৩

ডিসির মোড় শহিদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি

রংপুর: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে দলীয় নেতাকর্মীরা।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর ডিসির মোড় শহিদ হাদি চত্বরে এ কর্মসূচি পালিত হয়। ইনকিলাব মঞ্চের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুর জেলা শাখার নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচি থেকে হত্যার মাস্টারমাইন্ডসহ জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

অবস্থানকারীরা ‘বিচার বিচার বিচার চাই-হাদি হত্যার বিচার চাই’, ‘আর নয় প্রতিরোধ-এবার হবে প্রতিশোধ’, ‘দিল্লি যাদের মামা বাড়ি-বাংলা ছাড়ো তাড়াতাড়ি’, ‘পেতে চাইলে মুক্তি-ছাড়ো ভারতভক্তি’, ‘সুশীলতার দিন শেষ-বিচার চাই বাংলাদেশ’, ‘তুমি কে আমি কে?-হাদি হাদি’, ‘ভারতের আগ্রাসন-রুখে দাও জনগণ’, ‘লাল জুলাইয়ের হাতিয়ার-গর্জে ওঠো আরেকবার’, ‘আমরা সবাই হাদি হব-গুলির মুখে কথা কব’ এসব স্লোগানে চত্বর এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচিতে অংশ নেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাহিদ হাসান জয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রহমত আলী, সাবেক মুখপাত্র খন্দকার নাহিদ হাসান, জাতীয় ছাত্রশক্তি মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, সদস্যসচিব হাজিম উল হক, যুগ্ম সদস্যসচিব ফারহান তানবীর ফাহিম, সংগঠক মাহবুব হাসান তন্ময়, সীমান্ত ইসলামসহ অন্যান্য নেতারা।

বক্তারা অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শরিফ ওসমান হাদি শহিদ হয়েছেন। তার খুনিরা বর্তমানে ভারতে অবস্থান করছে। ভারত সরকারের প্রতি আহ্বান— এই খুনিদের দেশে ফেরত পাঠান, অন্যথায় বাংলাদেশের জনগণ বিশ্বাস করবে ভারত খুনিদের আশ্রয়দাতা ও পাহারাদার। যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন অব্যাহত থাকবে। সরকার যদি বিচার না করে, তাহলে জুলাইয়ের মতো আরেকটি গণঅভ্যুত্থান অনিবার্য।’

জাতীয় ছাত্রশক্তির মহানগর সদস্য সচিব হাজিম উল হক বলেন, ‘বর্তমান সরকার জুলাই চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই যোদ্ধাদের জীবন হুমকির মুখে রেখে কোনো নির্বাচন সম্ভব নয়। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সরকারের কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাস নেই। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের আড়াল করার চেষ্টা করছে। আগে বিচার, তারপর নির্বাচন।’

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি সারাদেশে চললেও রংপুরে জনভোগান্তি এড়াতে সড়ক অবরোধের পরিবর্তে শহিদ হাদি চত্বরে অবস্থান নেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর